Bepro

study in uae

কেন দুবাইয়ে যাবেন পড়াশোনার জন্য?

  • সর্বাধুনিক জীবনব্যবস্থা ও অবকাঠামো আপনাকে দেবে স্বপ্নের লাইফস্টাইল
  • নেই কোনো ইনকাম ট্যাক্স
  • আছে গোল্ডেন ভিসা, পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর), এবং নাগরিকত্ব অর্জনের সুবর্ণ সুযোগ
  • ২০১৯-২০ সালে দুবাইয়ে চাকরিপ্রাপ্তির হার ছিল প্রায় ৯৯.৫ ভাগ
  • নিরাপত্তা, অর্থসম্পদ, বিদেশি বিনিয়োগপ্রাপ্তি, পর্যটকের আগমন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির হিসেবে প্রতিটি ক্ষেত্রে বর্তমান বিশ্বের শীর্ষ দশে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত
  • বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় দুবাইয়েই আছে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশী নাগরিকের বসবাস (৮৯%)

আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা

সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল শহর, বিশ্বের সেরা সব সুযোগ-সুবিধার অন্যতম কেন্দ্র দুবাইয়েই উচ্চশিক্ষার অসাধারণ সব সুযোগ নিয়ে এসেছি আমরা। বিপ্র কনসালটেন্সির মাধ্যমে ব্রিট্‌স ইম্পেরিয়াল ইউনিভার্সিটি কলেজ (BIUC) এ উচ্চশিক্ষায় গেলে আপনি পাচ্ছেন:

  • মাত্র ৪৮ ঘণ্টার ভেতর ভার্সিটির অফার লেটার নিশ্চিত।
  • ৫০% স্কলারশিপ অর্জনের সুবর্ণ সুযোগ।
  • আইইএলটিএস (IELTS), পিটিই (PTE) বা অন্য যেকোনো রকম ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই উচ্চশিক্ষা।
  • ব্যাংক স্টেটমেন্ট, প্রুফ অব ফান্ড দেখানোর কোনো প্রয়োজন নেই।
  • ভিসা প্রাপ্তিতে সফলতার হার অনেক বেশি। 
  • টিউশন ফি থাকছে আপনার হাতের নাগালেই। আছে সহজ কিস্তির মাধ্যমে ফি পরিশোধের সুযোগ।
  • স্টুডেন্ট ভিসা প্রাপ্তি নিশ্চিত হলেই কেবল টিউশন ফি পরিশোধ করবেন। ফলে নেই মূল্যবান অর্থ হারানোর কোনো ভয়।
  • দুবাইয়ে শিক্ষা সমাপ্ত করে আপনি খুব সহজেই যেতে পারবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড প্রভৃতি দেশে। এসব দেশে প্যারেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকায় দুবাইয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে যেতে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
  • সপ্তাহে ৩৬ ঘণ্টা পর্যন্ত পার্ট টাইম কাজের সুযোগ।
  • যদি পড়ালেখা শেষ করে আপনি দুবাইয়েই থেকে যেতে চান, তাহলে আছে গোল্ডেন ভিসা, ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ফ্রিল্যান্সার ভিসার মতো চমৎকার সব সুবিধা।
Britts Imperial University College UAE

অত্যাধুনিক ক্যাম্পাস

BIUC এর রয়েছে শিক্ষার্থীদের জন্য থাকার জন্য অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। সেখানে আপনি পাচ্ছেন:

  • এয়ার কন্ডিশন্ড ডরমিটরি
  • দ্রুতগতির ইন্টারনেট সেবা
  • ক্যাম্পাস থেকে ফ্রি ট্রান্সপোর্টেশন সুবিধা
  • সার্বক্ষণিক নিরাপত্তা
  • শিক্ষার্থীদের থাকার জায়ফার কাছেই সুপারমার্কেট, ক্লিনিক, রেস্টুরেন্টসহ প্রয়োজনীয় সকল কিছু!
Britts Imperial University College

বিশ্বের নানা দেশের ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ

BIUC এর শীর্ষস্থানীয় পার্টনার ইউনিভার্সিটিগুলোর মাঝে রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো, দুবাইয়ের নির্ধারিত কোর্সগুলো শেষ করে যেখানে আপনি সহজেই কোর্স ট্রান্সফার করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা

ভর্তিপ্রক্রিয়া

১) অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিন
২) জুম/গুগল মিট ইন্টারভিউ
৩) কন্ডিশনাল অ্যাডমিশন কনফার্মেশন লেটার
৪) এনওসি-র জন্য আবেদন
৫) স্টুডেন্ট ভিসা ফি জমাদান (স্টুডেন্ট ভিসা + অ্যাপ্লিকেশন ফি = ১,২০০ মার্কিন ডলার)
৬) এন্ট্রি পারমিট
৭) টিউশন ফি জমাদান (যাত্রার পূর্বে ৫,০০০ মার্কিন ডলার টিউশন ফি অবশ্যই জমা দিতে হবে)
৮) বাসস্থান বুক করুন
৯) ব্রিট্‌স ইম্পেরিয়াল ইউনিভার্সিটি কলেজে আপনার শিক্ষাজীবন শুরু করুন।

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ

১) পাসপোর্টের রঙিন স্ক্যান কপি (কমপক্ষে ১ বছর মেয়াদ থাকতে হবে)
২) সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা পাসপোর্টঁ সাইজের ছবি
৩) Student Undertaking লেটার
৪) অ্যাডমিশন অফার লেটার
৫) শিক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হলে তার বাবা-মায়ের পক্ষ থেকে একটি এনওসি দিতে হবে, যা বাংলাদেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে সত্যায়িত করে নিতে হবে।

দুবাইয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন আমাদের সাথে এই নাম্বারে: +8801686395927।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *