Be A Pro

করোনাভাইরাস – অনলাইনেই পরীক্ষা করুন ঘরে বসেই

ওয়েবসাইট: BSS.NET.BD/CORONA/

চারদিকে এখন করোনাভাইরাস আতঙ্ক। এরই মাঝে উঁকি দিচ্ছে ডেঙ্গু জ্বর। ওদিকে ভাইরাল ফিভারে তো আক্রান্ত হচ্ছে ঘরের মানুষেরাই।

এত সব রোগ আমাদের শারীরিক-মানসিক সবদিক থেকেই আক্রান্ত ও দুর্বল করে তুলছে। আবার আমাদের অনেকেরই জানা নেই এমন পরিস্থিতিতে আমাদের কী করা উচিত, প্রতিরোধ পরিকল্পনাই বা কেমন হওয়া উচিত।

দেশের এমন ক্রান্তিকালে Bangladesh Science Society তাই নিয়ে এলো এমন একটি ওয়েবসাইট যাতে ঘরে বসেই আপনি/আপনার প্রিয়জনেরা নভেল করোনাভাইরাস/ডেঙ্গু/সোয়াইন ফ্লু/ভাইরাল ফিভার এ আক্রান্ত হয়েছেন কি না তার সম্ভাবনা যাচাই করতে পারেন। আপনি এই রোগগুলো প্রতিরোধ করার জন্য কতটুকু প্রস্তুত সেটার পরীক্ষাও করতে পারেন। সবশেষে, আপনার এখনই কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তা জানতে পারবেন।

ফলাফলগুলো হয়তো ১০০% সঠিক হবে না। তবে যারা গুজব এবং সঠিক তথ্যের অভাবের কারণে এই মুহুর্তে আতঙ্কে আছে, সেসব মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে সহায়তা করবে নিশ্চিতভাবেই।

একবার পরীক্ষা করেই আসুন না! আর কাজের মনে হলে অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না যেন।

ওয়েবসাইট: BSS.NET.BD/CORONA/

You might also like

Comments are closed.