Be A Pro

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি: পর্ব-১

চলুন জানা যাক বাংলার জন্য কেমন হওয়া উচিত আপনার প্রস্তুতি

একটা সময় ছিলো, যখন মানুষ প্রাইমারি স্কুলে শিক্ষকতার নাম শুনলেই নাক সিঁটকাতো ভীষণভাবে। তারা ভাবতো, এসব তুচ্ছ চাকরি।

কিন্তু বর্তমানে মানুষের চিন্তাধারা অনেকটাই পাল্টে গেছে। ফলে প্রাইমারি স্কুলের চাকরিরও চাহিদা বেড়েছে অনেকটাই!  এবং সেই সাথে বেড়েছে প্রতিযোগিতা। আর তাই প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হলে নিজেকে তৈরি করে নিতে হবে একদম প্রথম থেকেই। প্রস্তুতি হতে হবে দারুণ রকমের ভালো।

তাহলে আসুন প্রথমেই জেনে নেই মানবন্টন সম্পর্কে

  • পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য।
  • লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। এখানে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ‎বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
  • প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। ১টি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা পড়ে যাবে।

‎এবং ১টি নম্বর নষ্ট হয়ে যাওয়া মানে প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাওয়া অনেকটাই।

‎দারুণ ভয়াবহ, তাই না?

এমসিকিউতে যদি কোনোভাবে ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পেয়ে যান আপনি, তবে বেশ নিরাপদ অবস্থানে চলে যাবেন। আর তাই প্রস্তুতি নিতে হবে খুব ভালভাবে। কোনোপ্রকার অবহেলা করা যাবে না একদমই।

বাংলায় প্রস্তুতি

চলুন তাহলে আজ জেনে নেই বাংলা বিষয়টির প্রস্তুতি সম্পর্কে। বাংলাতে ভালো করতে হলে প্রথমেই যা পড়তে হবে ভালোমতো:

Image result for বাংলা বই

  • ব্যাকরণ নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। তাই বেশ ভালোমতোই জোর দিতে হবে ব্যাকরণ অংশে। সংগ্রহ করতে হবে অষ্টম ও নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই। বইয়ের প্রতিটি অধ্যায় উদাহরণ সহ পড়ে নিতে হবে ভালোমতো। জেনে নিতে হবে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে।
  • ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ এসব সম্পর্কে থাকতে হবে স্পষ্ট ধারণা।
  • তাছাড়া প্রায় প্রতিবছরই সন্ধি, সমাস ও কারক থেকে প্রশ্ন আসে। এসব সম্পর্কে থাকতে হবে একদম ফাটাফাটি ধরনের প্রস্তুতি, যেন প্রশ্ন দেখার সাথে সাথেই উত্তর একদম মাথায় চলে আসে।

এছাড়া সাহিত্য অংশ থেকে ও প্রশ্ন আসে বেশ কিছু। এ অংশে ভালো করতে হলে যা করতে হবে-

  • জেনে নিতে হবে উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি থেকে সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নিলে অনেকটা সহায়ক হবে। তাছাড়া পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কেও পড়তে হবে। আর বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায়, গল্প-উপন্যাসের রচয়িতা এবং কবিতার পংক্তি উল্লেখ করে কবির নাম জানতে চেয়েও প্রশ্ন এসেছে অনেক।

এসব ছাড়াও বাড়তি কিছু প্রস্তুতি নিতে পারেন আপনি। যেমন- বিসিএস, প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ও নিবন্ধনের প্রশ্ন যোগার করে নিতে পারেন। তারপর ধৈর্য্য ধরে বসে বসে সমাধান করতে পারেন প্রতিটি প্রশ্ন।

বিশ্বাস করুন, এতে আপনার লাভ হবে প্রচুর। কারণ বিসিএস প্রশ্ন থেকে বিগত প্রাইমারিতে প্রায় ৩০টি প্রশ্ন কমন এসেছে!

You might also like