Be A Pro

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অফ ডান্ডেতে গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ (২৫,০০০ পাউন্ড)

আবেদনের শেষ সময়: অক্টোবর ৩১, ২০১৯

বাংলাদেশী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ ডান্ডেতে গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ ২০১৯ এর জন্য আবেদন করতে পারবেন। 

স্কলারশিপটি ইউএস, ইউকে ও বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশের জন্য। তবে এজন্য এই ইউনিভার্সিটির আওতায় থাকা স্নাতক প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে।

ইউনিভার্সিটি অফ ডান্ডে প্রতিষ্ঠিত হয় ১৮৮১ সালে। এটি একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে পৃথিবীর বেশিরভাগ প্রান্তে শিক্ষা পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

Anatomy / Forensic Anthropology / Forensic and Medical Art, Architecture and Urban Planning, Archives and Record Management, Art and Design, Biological/Biomedical Sciences, Biomedical Engineering, Business (Accountancy / Economics / Finance / International Business), Careers, Civil Engineering, Community Learning and Development, Computing, Dentistry, Education, Electronic Engineering, Energy Petroleum and Mineral Law and Policy, English / Creative Writing / Film Studies, European Studies, Geography / Environmental Science, History, Languages, Law, Liberal Arts, Mathematics, Mechanical Engineering, Medicine, Nursing and Health Sciences, Philosophy, Physics, Politics and International Relations, Pre-sessional English courses, Psychology, Social Work

সুযোগ-সুবিধা

২৫,০০০ পাউন্ড পর্যন্ত স্কলারশিপ।

যোগ্যতা

  • ইউনিভার্সিটি অফ ডান্ডেতে ২০১৯ সালে ভর্তির অফার থাকতে হবে।
  • ভলান্টিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও ভালো একাডেমিক রেজাল্ট থাকতে হবে।

দেশ

ইউকে

আবেদন প্রক্রিয়া

সরাসরি আবেদনের প্রয়োজন নেই। ইউনিভার্সিটির এডমিশন টিম থেকে যাচাইয়ের মাধ্যমে স্কলারশিপ নির্ধারণ করা হবে।

আবেদনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

আরো জানতে ক্লিক করুন এই লিঙ্কে

নিয়মিত স্কলারশিপের খবরাখবর পেতে ক্লিক করুন এই লিঙ্কে

স্কলারশিপ সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগে ক্লিক করুন এই লিঙ্কে

You might also like