Be A Pro

এইচএসসি পাশেই হাঙ্গেরিতে লক্ষাধিক টাকা বেতনে চাকরির সুযোগ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, কিংবা ভিজিট ভিসায় হাঙ্গেরিতে যেতে আগ্রহী অগণিত মানুষ। মধ্য ইউরোপের দেশটির সীমান্তবর্তী অন্যান্য দেশের মাঝে আছে ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও  স্লোভাকিয়া।

হাঙ্গেরি থেকে ওয়ার্ক পারমিট ভিসা দেয়ার কারণে বর্তমানে প্রচুর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। অতীতে ইউরোপের অন্য রাষ্ট্র থেকে এরপর হাঙ্গেরিতে প্রবেশ করতে হতো। কিন্তু সময়ের বদলের সাথে সাথে পুরো প্রক্রিয়াও এখন অনেক সহজ হয়ে গেছে। তাই তো হাঙ্গেরিতে এখন প্রচুর কাজের সুযোগ তৈরি হচ্ছে। এবং এর বদৌলতে অনেক বাংলাদেশিই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সেখানে কাজ করছেন, উপার্জন করছেন সম্মানজনক জীবিকা।

হাঙ্গেরিতে চাকরি সংক্রান্ত আপনার যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন বিপ্র কনসালটেন্সির সাথে।
আমাদের যোগাযোগের নাম্বার: +8801686395927
হোয়াটসঅ্যাপ: 
+8801686395927

বিপ্র কনসালটেন্সি সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশের বাইরে কর্মক্ষম, মেধাবী জনশক্তি সরবরাহের মাধ্যমে দেশের জনগণের জীবনমান উন্নয়নে, সামগ্রিকভাবে যা অবদান রাখছে এই দেশের উন্নতির পথেই। হাঙ্গেরিতে চাকরির জন্য চাকরিপ্রার্থীদের নানা প্রশ্নের উত্তর জানতে আপনি নিচের লেখাটি পড়ুন। আশা করি আপনি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন।

  • প্রশ্ন: কোম্পানির নাম?
    উত্তর: TOKI Team Kft।
  • প্রশ্ন: কোম্পানির অফিসিয়াল ঠিকানা?
    উত্তর: 3000 Hatvan, Vécsey u. 1।
  • প্রশ্ন: চাকরিপ্রার্থীদের বয়সসীমা কত হবে?
    উত্তর: ২০-৫০ বছরের মাঝে।
  • প্রশ্ন: মাসিক বেতন কত?
    উত্তর: ৮০০-১০০০ মার্কিন ডলার/মাস।
  • প্রশ্ন: কোম্পানিতে ওভারটাইম কাজের সুযোগ আছে কি?
    উত্তর: না।
  • প্রশ্ন: স্বাস্থ্যসেবা, বীমা বা এমন আরও কোনো বাড়তি সুযোগ-সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেয়া হবে কি?
    উত্তর: হাঙ্গেরির রাষ্ট্রীয় আইন অনুযায়ী শ্রম বীমা (লেবার ইন্স্যুরেন্স) সুবিধা থাকছে।
  • প্রশ্ন: কী কী ধরনের কাজের সুযোগ রয়েছে?
    উত্তর: পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা ও গাড়ির যন্ত্রাংশ বেছে আলাদা করা।
  • প্রশ্ন: যাতায়াতের ব্যবস্থা কী?
    উত্তর: কোম্পানির শাটল বাসে করে কর্মীদের হোস্টেল থেকে কর্মস্থলে আনা-নেওয়া করা হবে।
  • প্রশ্ন: পাসপোর্টের ন্যূনতম মেয়াদ কত হতে হবে?
    উত্তর: ন্যূনতম ২ বছর।
  • প্রশ্ন: ভিসা প্রাপ্তির জন্য কী কী শর্ত পূরণ করতে হবে? কী কী কাগজপত্র প্রয়োজন?
    উত্তর: এই উদ্দেশ্যে বিস্তারিত জানতে বিপ্র কনসাল্টেন্সির সাথে যোগাযোগ করুন।
  • প্রশ্ন: ভিসা কোথা থেকে নিতে হবে?
    উত্তর: বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির কনস্যুলেট। ভিএফএস এর মাধ্যমে বাংলাদেশে বসেই ভিসার জন্য আবেদন করা যাবে।
  • প্রশ্ন: ভিসার জন্য কি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে হবে?
    উত্তর: ভিসার জন্য সাধারণত অ্যাম্বাসিতে কোনো ইন্টারভিউ দিতে হয় না।
  • প্রশ্ন: সামগ্রিক প্রক্রিয়ায় খরচ কত হতে পারে?
    উত্তর: সার্ভিস ফি, ভিএফএস (VFS) অ্যাপয়েন্টমেন্ট স্লট ফি, এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আপনাকে। এই উদ্দেশ্যে বিস্তারিত জানতে বিপ্র কনসাল্টেন্সির সাথে যোগাযোগ করুন।
  • প্রশ্ন: পুরো প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগতে পারে?
    উত্তর: ওয়ার্ক পারমিট এবং ভিসা অ্যাপ্লিকেশন মিলিয়ে ৪ মাসের মতো সময় প্রয়োজন।
  • প্রশ্ন: কোন কোন ভাষা জানতে হবে?
    উত্তর: যোগাযোগের জন্য প্রয়োজনীয় বেসিক ইংলিশ বিষয়ক জ্ঞান থাকলেই হবে।
  • প্রশ্ন: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী?
    উত্তর: এইচএসসি পাস।
  • প্রশ্ন: চাকরিপ্রার্থীর আর কী কী বাড়তি যোগ্যতা থাকতে হবে?
    উত্তর: না বসে লম্বা সময় কাজের ব্যাপারে মানসিক প্রস্তুতি ও শারীরিক সুস্থতা থাকতে হবে।
  • প্রশ্ন: প্রতিদিন কত ঘণ্টা কাজ করতে হবে? সপ্তাহে কত দিন কাজ করতে হবে?
    উত্তর: প্রতিদিন ১০ ঘণ্টা করে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার কাজ করতে হবে।
  • প্রশ্ন: এই চাকরির সাথে কী কী ভাতা/সুযোগ-সুবিধা পাবেন একজন কর্মী?
    উত্তর: কেবল মাসিক বেতন।
  • প্রশ্ন: কর্মস্থলের পরিবেশ কেমন?
    উত্তর: পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা ও গাড়ির যন্ত্রাংশের ইনডোর ওয়ার্কশপ।
  • প্রশ্ন: কর্মীদের থাকার ব্যবস্থা কেমন? এটা কি চাকরিদাতা প্রতিষ্ঠান থেকেই ব্যবস্থা করা হবে?
    উত্তর: থাকার জায়গার জন্য কর্মীদের বাড়তি কোনো খরচই করতে হবে না। এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হবে। প্রতি রুমে ৪ জন করে কর্মীর থাকার সুব্যবস্থা রয়েছে।

হাঙ্গেরিতে চাকরি সংক্রান্ত আপনার যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন বিপ্র কনসালটেন্সির সাথে।
আমাদের যোগাযোগের নাম্বার: +8801686395927
হোয়াটসঅ্যাপ: 
+8801686395927

You might also like

Comments are closed.