Be A Pro

সম্পূর্ণ বিনা খরচে নিউজিল্যান্ডে পড়াশুনার সুযোগ ( কমনওয়েলথ স্কলারশীপ ২০২০)

নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ ২০২০ এর জন্য আবেদন করুন। বাংলাদেশীদের জন্য নিউজিল্যান্ড সরকার ২টি(মাস্টার্স/পিএইচডি) কমনওয়েলথ স্কলারশিপের ঘোষণা করেছে।

স্থান:

নিউজিল্যান্ড

 সুযোগ সুবিধাসমূহ

  • ফুল ফান্ডেড টিউশন ফি
  •  পাক্ষিক ভিত্তিতে (২ সপ্তাহ পর পর) লিভিং এলাওয়েন্স
  •  এস্টাব্লিশমেন্ট এলাওয়েন্স
  •  আসা-যাওয়ার বিমান খরচ
  • মেডিকেল এবং ট্রাভেল ইনস্যুরেন্স

 আবেদনের যোগ্যতা

  • বয়স ১৮ বছরের নিচে অথবা ৩৯ বছরের উপরে হওয়া যাবে না।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আইইএলটিএস   স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল আইবিটি স্কোর ৯০ থাকতে হবে।
  • অ্যাকাডেমিক ভাল রেজাল্ট, লিডারশীপ স্কিল ইত্যাদি স্ট্রং থাকতে হবে।
  • লিঙ্গ সমতাও চূড়ান্ত নির্বাচন সিদ্ধান্তর ক্ষেত্রে বিবেচ্য হবে

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য।

 

 আবেদন পদ্ধতি

প্রথমে  http://scholar.banbeis.gov.bd/nz/ এ আবেদন করে প্রিন্ট করতে হবে। এরপর  পৃষ্ঠা- ০৩ থেকে পৃষ্ঠা- ৩৫ পর্যন্ত দেয়া ফরমটি পূরণ করে প্রিন্ট কপি বের করুন। এই কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো  খামে ভরতে হবে। প্রতিটি ডকুমেন্টের উপরে ডানে লেভেল এবং নাম্বার দিয়ে দিতে হবে। খামে প্রোগ্রামের  নাম, ট্র্যাকিং নাম্বার, প্রেরক এবং প্রাপকের নাম-ঠিকানা উল্লেখ করতে হবে।

প্রাপকের ঠিকানা-

যুগ্ন সচিব (বৃত্তি),

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ,

রুম নং – ১৭০৬ , বিল্ডিং নং – ০৬

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ১০০০।

আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার শেষ সময় ৩০ মার্চ ২০২০ দুপুর ১২ টা
আর মন্ত্রণালয়ে  আবেদন জমা দেয়ার শেষ সময়  ০২ এপ্রিল ২০২০ বিকাল ৪ টা ৩০

 

আবেদনের শেষ তারিখ: মার্চ ৩১, ২০২০

এখনই আনলাইন আবেদন করুন- এই লিংকে

 

 

You might also like

Comments are closed.