Be A Pro

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ করছে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ ২০২১/২২

আবেদনের শেষ সময় : নভেম্বর ৩, ২০২০

বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

২০২১/২২ শিক্ষাবর্ষের জন্য শেভেনিং-তালিকাভুক্ত দেশগুলো থেকে শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ চলছে (বাংলাদেশী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন)।

বিশ্বের নানা প্রান্তের ফিউচার লিডার, ইনফ্লুয়েন্সার, ও ডিসিশন মেকারদের জন্য আবারও চালু হলো শেভেনিং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। এর মাধ্যমে সুযোগ পাওয়া শিক্ষার্থীগণ যুক্তরাজ্যের শিক্ষাপদ্ধতি ও সংস্কৃতির সাথে পরিচিত হবার পাশাপাশি শক্তি একাডেমিক ও প্রফেশনাল নেটওয়ার্কও গড়ে তুলতে সক্ষম হবেন।

যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক স্কলারশিপ প্রোগ্রামের অধীনস্থ এই স্কলারশিপ প্রোগ্রামের অর্থায়নে রয়েছে ফরেইন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং তাদের সহযোগী সংস্থাসমূহ।

সুবিধাসমূহ

  • বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
  • মাসিক বৃত্তি
  • যুক্তরাজ্যে যাওয়া ও আসার ভ্রমণ খরচ
  • একবারের অ্যারাইভাল অ্যালাওয়েন্স
  • একবার দেশে ফেরার ভ্রমণভাতা
  • একবার ভিসা আবেদনের খরচ
  • যুক্তরাজ্যের শেভেনিং ইভেন্টসমূহে অংশ নেয়ার উদ্দেশ্যে একবারের ভাতা

আবেদনের যোগ্যতা

স্কলারশিপের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত যোগ্যতাসমূহ আপনার অবশ্যই থাকতে হবে:

  • শেভেনিং-তালিকাভুক্ত যেকোনো দেশের নাগরিক হতে হবে (বাংলাদেশের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন)।
  • স্কলারশিপের সময় শেষ হবার দু’বছরের মাঝেই নিজ নিজ দেশে ফেরত যেতে হবে।
  • যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন করতে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রির সকল কার্যক্রমই শেষ করতে হবে।
  • কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যুক্তরাজ্যের যেকোনো তিনটি উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করা থাকতে হবে এবং সেগুলোর যেকোনো একটি থেকে ১৫ জুলাই ২০২১ এর ভেতর আনকন্ডিশনাল অফার (Unconditional Offer) পেতে হবে।

কাজের অভিজ্ঞতা

  • কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
  • কাজের ধরন – ফুল টাইম, পার্ট টাইম, ভলান্টারি, পেইড/আনপেইড ইন্টার্নশিপ।
  • এই বিষয়ে আরও জানতে ভিজিট করুন এই লিঙ্কে

আবেদনের নিয়ম

  • যুক্তরাজ্যে পড়াশোনার উদ্দেশ্যে শেভেনিং স্কলারশিপে আবেদনের সময়সীমা ৩ সেপ্টেম্বর ২০২০ – ৩ নভেম্বর ২০২০।
  • শেভেনিং অনলাইন স্কলারশিপ সিস্টেমের মাধ্যমেই কেবলমাত্র আবেদন করা সম্ভব।

আবেদনের শেষ সময়

নভেম্বর ৩, ২০২০

আবেদনের জন্য ক্লিক করুন নিচের লিঙ্কে

শেভেনিং স্কলারশিপ ২০২১/২২

You might also like

Comments are closed.