Be A Pro

শতভাগ স্কলারশিপ ও থাকা-খাওয়ার সুব্যবস্থাসহ চীনে পড়াশোনার সুবর্ণ সুযোগ

আবেদনের সময়: এপ্রিল ১৫, ২০২১ এর পূর্বে

তিয়াঙ্গং ইউনিভার্সিটি (Tiangong University – TGU) চীনের একটি সরকারি বিশ্ববিদ্যালয়, যা দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবং তিয়াঞ্জিন মিউনিসিপ্যাল গভর্নমেন্ট এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে থাকে।

৪৮০ একরের সুবিশাল এই ক্যাম্পাসের ভবনগুলো ৮৬০,০০০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে ২০টি স্কুল, ৫২টি ব্যাচেলর প্রোগ্রাম, ৩২টি মাস্টার প্রোগ্রাম, ৩টি ডক্টরাল প্রোগ্রাম এবং ৩টি পোস্ট ডক্টরাল মোবাইল রিসার্চ স্টেশন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১,৬০০ ফুল-টাইম শিক্ষক (যাদের ভেতর ৮ শতাধিক রয়েছেন সিনিয়র প্রফেশনাল পোস্টে) কর্মরত রয়েছেন। এখানে অধ্যয়নরত ৩০ হাজারের অধিক শিক্ষার্থীর মাঝে ২৪ হাজার আন্ডারগ্র্যাজুয়েট এবং ৪ হাজার রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে।

স্কলারশিপ নিয়ে বিস্তারিত

১) কোর্স, সময় ও ভাষা

১.১) যেসব কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে

১) আন্ডারগ্র্যাজুয়েট
২) পোস্টগ্র্যাজুয়েট
৩) ডক্টরাল

১.২) কোর্সের সময়

১) আন্ডারগ্র্যাজুয়েট – ৪ বছর
২) মাস্টার্স – ২.৫ বছর
৩) ডক্টরাল – ৩ বছর
অ্যাডমিশন লেটারে উল্লেখিত সময় জুড়েই স্কলারশিপ চালু থাকবে।

১.৩) ভাষা

১) ইংরেজি
২) চীনা

২) স্কলারশিপের সুবিধাসমূহ

  • রেজিস্ট্রেশন ফি মওকুফ
  • টিউশন ফি মওকুফ
  • বাসস্থানের সুব্যবস্থা
  • মেডিকেল ইন্স্যুরেন্স

বৃত্তি (ইউয়ান/বছর)

  • আন্ডারগ্র্যাজুয়েট – ৩০,০০০/- (৩,৮৬,০০০/- টাকা)
  • মাস্টার্স শিক্ষার্থী – ৩৬,০০০/- (৪,৬৩,০০০/- টাকা)
  • ডক্টরাল শিক্ষার্থী – ৪২,০০০/- (৫,৪১,০০০/- টাকা)

৩) আবেদনের সময়

এপ্রিল ১৫, ২০২১ এর পূর্বে

৪) আবেদনকারীর যোগ্যতা

৪.১) শারীরিকভাবে সুস্থ হতে হবে।

৪.২) শিক্ষাগত ও বয়স সংক্রান্ত যোগ্যতা:

  • আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের জন্য হাই স্কুল গ্র্যাজুয়েট হবার পাশাপাশি আবেদনকারীর বয়স কোনোভাবেই ৩০ এর বেশি হতে পারবে না। এক বছর চীনা টিউটরিংয়ের ব্যবস্থা।
  • মাস্টার্স প্রোগ্রামে আবেদনের অন্য ব্যাচেলর্স ডিগ্রিসম্পন্ন হতে হবে এবং বয়স ৩৫ বছরের বেশি হতে পারবে না। ইঞ্জিনিয়ারিংয়ে যাদের মেজর আছে তারা অগ্রাধিকার পাবে।
  • ডক্টরাল প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিসম্পন্ন হতে হবে এবং বয়স ৪০ বছরের বেশি হতে পারবে না।

আবেদনের জন্য আজই পূরণ করুন নিচের ফর্মটি

https://forms.gle/PXwYLCkEUMkyssci7

যোগাযোগ

আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন YSI Bangla Limited এ।

ফোন: 01535-714822
ইমেইল: [email protected]

You might also like

Comments are closed.