Be A Pro

নারী শিক্ষার্থীদের জন্য হেলমুট ভেইথ বৃত্তিতে ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনার সুযোগ

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২০

ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যেসব নারী শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স নিয়ে ইংরেজি ভাষায় উচ্চশিক্ষার্থে যেতে চায়, তাদের জন্য প্রতি বছরই হেলমুট ভেইথ বৃত্তিটি প্রদান করা হয়ে থাকে। এ বৃত্তিটি মূলত সংশ্লিষ্ট ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দেয়া হয়ে থাকে।

অস্ট্রিয়ার নামকরা বিশ্ববিদ্যালয়সমূহের একটি হলো ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি। শিক্ষা ও গবেষণার নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। এই সুনামের স্বীকৃতিস্বরুপ উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রসারের লক্ষ্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও বিশ্ববিদ্যালয়টির সাথে নানাভাবে যুক্ত রয়েছে।

সুবিধাসমূহ

যেসব শিক্ষার্থী হেলমুট ভেইথ বৃত্তিটি অর্জন করতে সক্ষম হবে, তারা নিম্নবর্ণিত সুযোগ-সুবিধাসমূহ পাবে:

  • ২ বছর পর্যন্ত প্রতি বছরে ৬,০০০ ইউরো করে শিক্ষাবৃত্তি
  • ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সকল ধরনের টিউশন ফি ওয়েইভার

আবেদনকারীর যোগ্যতা

১) ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ইংরেজিতে পড়ানো নিম্নোল্লিখিত যেকোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদনের যোগ্যতা থাকতে হবে। ২০১৯/২০ ও ২০২০/২১ শিক্ষাবর্ষে এই প্রোগ্রামগুলো হলো:

  • মাস্টার ইন লজিক এন্ড কম্পিউটেশন
  • মাস্টার ইন বিজনেস ইনফরমেটিক্স
  • ইউরোপিয়ান মাস্টার ইন কম্পিউটেশনাল লজিক
  • মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • মাস্টার ইন ডাটা সায়েন্স
  • মাস্টার ইন মিডিয়া এন্ড হিউম্যান-সেন্টার্ড কম্পিউটিং

২) যে শিক্ষার্থীরা কোনো প্রকার শর্ত ব্যতিরেকে (আনকন্ডিশনাল) মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছে, কেবলমাত্র তাদেরকেই ফান্ডিং দেয়া হবে।

৩) যেসব নারীর শিক্ষার্থীর নিম্নলিখিত যোগ্যতাসমূহ রয়েছে, তারাই আবেদন করতে পারবে:

৩.১) কম্পিউটার সায়েন্স বা ম্যাথমেটিক্স বা সমমানের ব্যাচেলর ডিগ্রি।

৩.২) নিম্নলিখিত বিষয়সমূহে বিস্তর জ্ঞান ও আগ্রহ:

> লজিক ইন কম্পিউটার সায়েন্স

> ফর্মাল মেথডস এন্ড ভেরিফিকেশন

> ফাউন্ডেশন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

> কমপ্লেক্সিটি থিওরি

> কম্পিউটার সিকিউরিটি

৩.৩) ইংরেজিতে দক্ষতা

শর্তাবলী

১) যেসব শিক্ষার্থী ফান্ডিং পাবে, তাদেরকে অবশ্যই নিয়মিত পড়াশোনায় ভাল ফলাফল করতে হবে।

২) মাস্টার্সের শুরু থেকে প্রতি টার্মে কমপক্ষে ২৫ ECTS ক্রেডিট অর্জন করতে হবে।

৩) অন্তত ১.৫ গ্রেড অ্যাভারেজ ধরে রাখতে হবে।

৪) পড়াশোনা চলাকালে শিক্ষার্থীকে ভিয়েনাতে থাকতে হবে।

৫) গবেষণা বা ইন্টার্নশিপের জন্য ছুটির প্রয়োজন হলে সেটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

৬) মাস্টার্স প্রোগ্রাম চলাকালে, সর্বোচ্চ ২ বছরের জন্য, এই বৃত্তিটি দেয়া হবে।

আবেদনের শেষ সময়

৩০ নভেম্বর ২০২০

আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

হেলমুট ভেইথ বৃত্তি

You might also like

Comments are closed.