Be A Pro

আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা

বেতন: প্রায় ৭৬ হাজার টাকা

আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির পূর্ণ সরকারি নাম আলবেনিয়া প্রজাতন্ত্র। ২৮,৭৪৮ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে প্রায় ২৯ লক্ষ লোক বাস করে। দেশটির রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা।

আলবেনিয়ায় বর্তমানে কাজের সুযোগ অন্যান্য দেশের তুলনায় বেশি। সেজন্য বাংলাদেশ থেকে অনেকেই আলবেনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা-তে কাজ করতে যাচ্ছেন। 

আলবেনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ কত?

বিপ্র কনসালটেন্সি লিমিটেড দিচ্ছে আলবেনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা-তে কাজের সুযোগ। আলবেনিয়ায় কাজের ভিসার মেয়াদ ২ বছর। 

আলবেনিয়ায় কী কী চাকরির সুযোগ আছে?

এই সময়ে আপনি আমাদের মাধ্যমে যেসব কাজ করতে পারবেন তার মাঝে আছে:

  • কনস্ট্রাকশন
  • ডেলিভারি ম্যান
  • ফ্যাক্টরি ওয়ার্কার
  • হোটেলে কাজ
  • সুপারশপে কাজ

আলবেনিয়া বেতন কত?

বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়ায় ওয়ার্ক পারমিট ভিসার অধীনে বিভিন্ন রকমের চাকরির সুযোগ করে দিচ্ছে বিপ্র কনসালটেন্সি লিমিটেড। এসব কাজ করে আপনি মাসে খুব সহজেই ৬৫০ ইউরো (প্রায় ৭৬ হাজার টাকা) আয় করতে পারবেন। 

আলবেনিয়াতে চাকরি সংক্রান্ত আপনার যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন বিপ্র কনসালটেন্সির সাথে।
আমাদের যোগাযোগের নাম্বার: +8801686395927
হোয়াটসঅ্যাপ: 
+8801686395927

ওভারটাইম কাজের সুযোগ আছে কি?

জি, ওভারটাইম কাজের মাধ্যমে বাড়তি আয়ের সুযোগ রয়েছে আলবেনিয়ায়।

আলবেনিয়ায় থাকা-খাওয়ার ব্যবস্থা কীভাবে করব?

আলবেনিয়াতে আপনি যে কোম্পানির অধীনে চাকরি করবেন, তারাই আপনার বাসস্থান ও নিয়মিত যাতায়াতের পূর্ণ দায়িত্ব নেবে। খাবারদাবারের ব্যবস্থা আপনার নিজেকেই করতে হবে।

ভিসা না পেলে কি টাকা ফেরত দেয়া হবে?

কোনো আবেদনকারী যদি ভিসা না পান, তাহলে তার আবেদনের ফি বাদে পুরো অর্থই ফেরত দেবে বিপ্র কনসালটেন্সি লিমিটেড।

You might also like

Comments are closed.