Be A Pro

পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা

বেতন: ১,৪০,০০০ থেকে ২,৪০,০০০ টাকা

পোল্যান্ড ইউরোপীয় মহাদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এক ঐতিহাসিক রাষ্ট্র। এর রাজধানী ওয়ার্‌শ। দেশটিকে ঘিরে রয়েছে জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ইউক্রেন, বেলারুশ, বাল্টিক সাগর, লিথুয়ানিয়া, এবং রাশিয়া। ২০০৪ সালে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করেছে।

পোল্যান্ড কাজের ভিসা

বিপ্র কনসালটেন্সি লিমিটেড নিয়ে এসেছে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার চমৎকার সব সুযোগ-সুবিধা। পোলান্ডে কাজের ভিসার মেয়াদ ২ বছর।

পোল্যান্ডে বেতন কত?

পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের দক্ষ কর্মীরাই এসে কাজ করছেন। ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, আইটি ইনস্টিটিউট, সেলসম্যান, কন্সট্রাকশন, প্লাম্বার, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান ইত্যাদি নানা কাজের বেশ চাহিদা রয়েছে দেশটিতে। আর বিপ্র কনসালটেন্সি লিমিটেড কাজ করে যাচ্ছে একজন ব্যক্তির দক্ষতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তিনি যেন পোল্যান্ড কাজের ভিসার মাধ্যমে সর্বোচ্চ আয় করতে পারেন তা নিশ্চিত করতে।

আপনি যদি কর্মক্ষেত্রে তুলনামূলক নতুন হয়ে থাকেন, তাহলে মাসে আপনি বাংলাদেশি টাকায় ১,৪০,০০০/- পর্যন্ত আয় করতে পারবেন। ওদিকে, আপনার দক্ষতা আপনাকে আরও অনেক বেশি আয়ের সুযোগ করে দেবে। দক্ষ ও অভিজ্ঞ হলে পোল্যান্ডে কাজ করে আপনি বাংলাদেশি টাকায় মাসে ২,৪০,০০০/- পর্যন্ত ইনকামও করতে পারবেন।

পোল্যান্ডে চাকরি সংক্রান্ত আপনার যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ করুন বিপ্র কনসালটেন্সির সাথে।
আমাদের যোগাযোগের নাম্বার: +8801686395927
হোয়াটসঅ্যাপ: 
+8801686395927

পোল্যান্ডে থাকা-খাওয়ার ব্যবস্থা কীভাবে করব?

পোল্যান্ডে আপনি যে কোম্পানির অধীনে চাকরি করবেন, তারাই আপনার বাসস্থান ও নিয়মিত যাতায়াতের পূর্ণ দায়িত্ব নেবে। খাবারদাবারের ব্যবস্থা আপনার নিজেকেই করতে হবে।

ভিসা না পেলে কি টাকা ফেরত দেয়া হবে?

পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার কোনো আবেদনকারী যদি পোল্যান্ডের ভিসা না পান, তাহলে তার আবেদনের ফি বাদে পুরো অর্থই ফেরত দেবে বিপ্র কনসালটেন্সি লিমিটেড।

You might also like

Comments are closed.